জেলা/ব্লক
লালগোলায় সীমান্ত দিয়ে ফেন্সিডিল পাচার চক্র ফাঁস! বমাল গ্রেফতার পাচারকারী।

ইন্দো-বাংলা সীমান্তের মুর্শিদাবাদের লালগোলা থেকে বাংলাদেশে পাচার করার আগেই পুলিশের জালে মাদক ফেন্সিডিলসহ গ্রেফতার হল এক পাচারকারী। লালগোলার আটরশিয়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃত ওই পাচারকারী নাম আনারুল ইসলাম। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ আনারুলের অপর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে। ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে এদিন বুধবার বিশেষ এনডিপিএস আদালতে তোলা হয়। শেষ পাওয়া খবরে জানা যায় বিচারক আনারুলের জামিনের আবেদন খারিজ করে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন।