জেলা/ব্লক
লালগোলায় স্বামীর রহস্যজনক মৃত্যুতে গ্রেপ্তার স্ত্রী।

লালগোলা , মুর্শিদাবাদ :- স্বামীর রহস্যজনক ভাবে খুনে গ্রেপ্তার হলো স্ত্রী। এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সীমান্ত শহর লালগোলা এলাকায়। মৃত ব্যক্তির নাম জালাল শেখ। এলাকা সূত্রে জানা যায়, গ্রামবাসীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে জালালের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারপরেই খবর দেওয়া হয় পুলিশে। এরপরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে লালবাগ মহাকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে গ্রেফতার করা হয় আলাপী বিবিকে। স্থানীয়রা জানান, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে। শুরু হয়েছে তদন্ত।