রাজনীতি
লালগোলা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর নমিনেশন জমা।

বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী হিসেবে কংগ্রেসের আবু হেনা মনোনয়ন জমা করলেন সোমবার। এদিন কংগ্রেসের সমর্থক ছাড়াও সঙ্গে বামেরাও তাদের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পতাকা হাতে লালবাগ প্রশাসকের কার্যালয় মিছিল করে আবু হেনার জন্য নমিনেশন জমা দিতে হাজির হন। প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে অতীতে প্রত্যেকবার বাম কংগ্রেস একে অপরের বিরুদ্ধে আসন দখলের জন্য লড়াই করলেও, এবার কার্যত তৃণমূলকে হারাতে বামেরা কংগ্রেসের ‘হাত’ ধরেই আবুহেনা কে জোট প্রার্থী হিসেবে সমর্থন করছেন। আর এই জোটকে বিরোধী তৃণমূল রীতিমতো ‘ল্যাংড়া দের’ জোট বলে কটাক্ষ করছে।