লালগোলা বিধানসভা কেন্দ্রে জিততে তৃণমূলের প্রমীলা ব্রিগেডের কর্মীসভা

স্বাধীনতার পরবর্তী কাল থেকে কংগ্রেসের গড় বলে পরিচিত লালগোলা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফোটাতে মরিয়া এবারের তৃণমূল প্রার্থী মহাম্মদ আলী। আর সেই লক্ষ্যেই বাজিমাত করতে রবিবার তৃণমূল প্রার্থীর সমর্থনে লালগোলা প্রাক্তন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুল হাকিমের নেতৃত্বে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় মহিলাদের নিয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়। এই সভাস্থলে খোদ তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত থাকেন তার গৃহিণী অনামিকা আলী, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সিমা বিবি, স্থানীয় অঞ্চল সভাপতি মেকাইল ইসলাম, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার দেলসাদ আলী সহ অন্যান্যরা। এদিনে কর্মীসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ৭০০অধিক গ্রামের বিভিন্ন বয়সের মহিলারা এদিনের কর্মী সভায় উপস্থিত হন বলে তৃণমূল সূত্রের দাবি করা হয়। এদিনের এই কর্মী সভার মধ্যে দিয়ে আগামী দিনে লালগোলায় তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলীকে জেতানোর ডাক দিয়ে কংগ্রেসের মিথ ভেঙে ফেলার আহ্বান করেন তৃণমূল প্রার্থী আলী সাহেব। তিনি বলেন,”এই এলাকার দীর্ঘদিনের স্তব্ধ হয়ে থাকা উন্নয়ন আগামী দিনে সম্ভব কেবলমাত্র তৃণমূলের হাত ধরেই”।