লোকসভা নির্বাচনের আগে বিজেপির সমালোচনা করে বাজিমাৎ এ মরিয়া তৃণমূল!

এখনোও বছর কয়েক বাকি রয়েছে লোকসভা নির্বাচনের। তার আগেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুটি সাজানোর জন্য মাঠে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তথা কংগ্রেসকে পেছনে ফেলে দিতে মরিয়া তৃণমূল শিবির। সেইমতো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল নেতারা। প্রসঙ্গত, রাজনৈতিক প্রচার এর লাইম লাইটে আসতে সম্প্রতি ত্রিপুরা সফরে যায় তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি , সঙ্গে যায় দলীয় কর্মী সমর্থকেরা। আর সেখানেই ত্রিপুরাবাসী থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের গো-ব্ল্যাক স্লোগানের মুখে পড়তে হয় তৃণমূলের ওই প্রতিনিধিদলকে। তার পাল্টা হিসেবে রাজ্যে ফিরে আসার পরে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন মঙ্গলবার মুর্শিদাবাদ ভগবানগোলা বিধানসভা এলাকার কে সি কে আই হাই মাদ্রাসা মোড় থেকে এক ধিক্কার মিছিল বের হয়।মিছিলে উপস্থিত থাকেন ভগবানগোলা দু নং ব্লকের সভাপতি আব্দুর রউফ,এক নং ব্লক সভাপতি আফরোজ সরকার, প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ,আই এন টি টি ইউ সি সভাপতিআবু সুফিয়ান, ব্লক তূনমুল কংগ্রেসের যুব সভাপতি আহসানুর রহমান সহ দুই ব্লকের অন্চল সভাপতি,প্রধান সহ স্থানীয় নেতৃত্ব বৃন্দ। এলাকার তৃণমূল বিধায়ক ইদ্রিশ বলেন, আমরা বিজেপির মত নই। মানুষকে স্বাধীনতা দিই।বিরোধী দলকে তাদের কর্মসূচি পালনের অধিকার দিয়ে থাকি।যে কারণে গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিরোধী বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সভা-সমিতি করতে পেরেছে নির্বিঘ্নে”। প্রসঙ্গত, এই পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার ডায়মন্ড হারবারে দলীয় সভার আগে তার গাড়ির ওপর যথেচ্ছ প্রাণঘাতী হামলার ছবি আঞ্চলিক থেকে জাতীয় স্তরের বিভিন্ন সংবাদমাধ্যমের পর্দায় উঠে এসেছিল। আরকে ক্ষেত্রে যাবতীয় অভিযোগের তীর ওঠে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে।