রাজ্য
সবজি বাজার জীবাণুমুক্ত করতে উদ্যোগী চিকিৎসক।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর আগেও মানুষকে সচেতন করতে পথে নামতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে সচেতনতার বার্তা দিলেন বালি কেন্দ্রের তৃণমূলের চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এদিন করোনা সচেতনতায় পথে নেমে তিনি নিজের হাতেই বাজার দোকানপাট স্যানিটাইজ করেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের উদ্যোগে বালি বেলুড়ের জনবহুল এলাকা, বাজার, দোকানপাট জীবাণুমুক্তকরণ করছেন বিধায়ক।এদিন তিনি বেলুড় নতুন বাজারে জীবানুমুক্তকরণের কাজ করেন।