রাজ্য
সমবায় মন্ত্রীর উদ্যোগে মিউটেশন শিবির

সরকারি কাজে আরো গতি আনতে হাওড়া পুরনিগম ও ক্রেডাই হাওড়া-হুগলি এর যৌথ উদ্যোগে ‘হাত বাড়ালেই মিউটেশন’ শীর্ষক শিবির অনুষ্ঠিত হলো শনিবার মার্লিন ওয়াটারফ্রন্ট স্বর্ণময়ী রোডে। এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ পুর আধিকারিকরা।পুরবাসীদের সুবিধার্থে এবার এই ধরনের শিবির করে মিউটেশন-এর কাজকর্ম করবে হাওড়া পুরনিগম। রাজ্যের পুরসভাগুলি এর মধ্যে হাওড়া পুরনিগমই প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করে বলে পুরসভার দাবি।