সমবায় মন্ত্রীর হাত ধরে মাল্টি স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন।

রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এর হাত ধরে হাওড়ায় মাল্টি স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা হলো। এছাড়াও উপস্থিত হন বিধায়ক কল্যাণ ঘোষ, উদ্যোক্তা বিষ্ণুপদ দাস। এদিন উদ্যোক্তাদের তরফে বিষ্ণুপদ দাস বলেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বিগত বছরে উন্নতি হয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী সাধ্যমত স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসেবে মনে হয়েছে এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে একটি হাসপাতাল তৈরি করার প্রয়োজন আছে। ১০০ শয্যাবিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখানে তৈরি করা হবে। এই হাসপাতালে অভিজ্ঞ, বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করবেন। এই হাসপাতালে থাকবে আইসিইউ, এইচডিইউ বার্ন ইউনিট সহ বিভিন্ন বিভাগ। এছাড়াও ৫ শতাংশ গরিব মানুষদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। ২০২২ সালে হাসপাতাল চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।