রাজ্য
সারদাকাণ্ডে ইডির জেরার মুখে তৃণমূলের দাপুটে নেতা সমীর চক্রবর্তী।

অবশেষে ইডির প্রায় ৫ ঘণ্টার টানা জেরার মুখে পড়তে হলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা দাপুটে নেতা সমীর চক্রবর্তী কে। সেইমতো এদিন ইডি দপ্তর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি সর্বতোভাবে তদন্ততে সাহায্য করব। আগেও করেছি আগামী দিনেও করবো। তার কারণ আমি কিন্তু সারদার থেকে টাকা নিয়ে টাকা দিয়েছি। আমি সারারাত থেকে টাকা পাবো ১ কোটি ৬২ লক্ষ টাকা সেটা যেনো খেয়াল থাকে যেনো। আগামী দিনে তাকে ডাকা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান,, আগামী দিনে তাকে ডাকা হয়নি তবে কাগজ সংক্রান্ত ব্যাপারে আবার যদি তাকে ডাকা হয় তিনি আসবেন। তদন্তে সব রকম ভাবে সাহায্য করবেন।