রাজনীতি
সিপিএম ত্যাগকারী বিদায়ী বিধায়ক জোড়া ফুলের হয়ে জিততে মরিয়া!

গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের জিতেছিলেন বামফ্রন্টের প্রার্থী হিসেবে সিপিএমের দলীয় প্রতীকে। কিন্তু মাঝ পথেই দল ত্যাগ করে বিধায়ক হিসেবে যোগদান করেন শাসকদল তৃণমূলে নবগ্রামের ঐ বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। আর এবার পুনরায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের হয়ে নিজের বিধায়ক পদ টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন কানাই বাবু। আর সেই মতো নবগ্রাম বিধানসভা এলাকায় অমৃত কুন্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোড খোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের কাছে ভোটের প্রচার সারলেন দিনভর। এখন দেখার শেষ পর্যন্ত মানুষ তাকে তৃণমূল বিধায়ক হিসেবে জেতান কিনা।