রাজনীতি

সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সাংবাদিক বৈঠক।

বিধানসভা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে নির্বাচনবিধি। আর এই নির্বাচন বিধি চালু হতেই কঠোর জেলা প্রশাসন। নির্বাচন বিধি অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অন্তরা আচার্য। এদিন আলিপুরে সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক। তিনি ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, সৈকত চক্রবর্তী তানভীর আফজাল, অদিতি চৌধুরী ও জেলা তিনজন পুলিশ সুপার। জেলা প্রশাসন সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা জেলার ১১২৭৯ টি বুথ আছে। যার মধ্যে বেশ কিছু বুথকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেইমতো কেন্দ্র বাহিনী নিয়ে চলছে এলাকায় ভোটারদের মনে সাহস জোগানোর জন্য রুট মার্চ। কোন জায়গায় কোন ভাবেই ভোটের কাজ যাতে বিঘ্নিত না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে নির্বাচনের আচরণবিধি কার্যকারী হয় তাও নজরে রাখা হচ্ছে বলে জানান জেলাশাসক। তিনি বলেন, প্রতি ক্ষেত্রেই অক্ষরে অক্ষরে নির্বাচনের আচরণবিধি চালু করা হবে জেলাতে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের নিঘন্ট অনুযায়ী দক্ষিণ ২৪ পরগণা জেলাতে তিনটি দফায় ভোট হবে। প্রথম দফায় ১ এপ্রিল ভোট হবে ৬ টি বিধানসভায়। ৪ এপ্রিল ১৬ টি বিধানসভায় আর ১০ এপ্রিল ১১ টা বিধানসভায়। আর তাই প্রশাসন প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!