রাজনীতি

স্ট্রং রুমের বাইরে কড়া নিরাপত্তা!মুর্শিদাবাদের ২ জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১৭ জনের ভাগ্য নির্ধারণ।

শনিবার রাত থেকেই জঙ্গিপুর গভমেন্ট পলিটেকনিক কলেজের স্ট্রং রুম চত্বরের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কারণ রাত পোহালেই রবিবার মুর্শিদাবাদের হাই ভোল্টেজ জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ১৭জন প্রার্থীর ভোট গণনার মধ্যে দিয়ে ভাগ্য নির্ধারণ হবে।সিসিটিভি ক্যামেরা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএমগুলি রাখা হয়েছে ৷ গত বৃহস্পতিবার জঙ্গিপুর ও সমাশেরগঞ্জ বিধানসভার নির্বাচন ছিল ৷ যার মধ্যে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ৭৬ শতাংশের অধিক ভোটার ভোট দিয়েছেন ৷ অন্যদিকে, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৭৮ শতাংশের অধিক ভোট পড়েছে ৷ মোট ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছে ৷ভোট শেষ হতেই দুই বিধানসভার ৬৯২ বুথের ইভিএম গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ রবিবার দুপুরের মধ্যেই চূড়ান্ত ফলপ্রকাশ হবে। তার আগেই শনিবার রাত জুড়ে চাপা উত্তেজনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!