স্বামীর পরকীয়ায় ‘কাঁটা’ স্ত্রী! স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে খুনে গ্রেপ্তার ঐ করিতকর্মা স্বামী।

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার স্বামী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ভগবানগোলার কুঠিরামপুর এর রামেশ্বর মাটি এলাকায়। মৃত গৃহবধূর নাম আলিমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, বছর কয়েক আগে ভালোবাসা করে আলিমার সঙ্গে বিয়ে হয় পেশায় দিনমজুর সানোয়ার হোসেনের। বর্তমানে তাদের একটি দেড় বছরের সন্তানও রয়েছে।সম্প্রতি স্বামীর পরকীয়াার নিয়ে প্রতিবাদ করলে হামেশাই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত।অবশেষে স্ত্রীর ওপর অত্যাচার চরমে পৌঁছালে এদিন এলোপাতাড়িভাবে স্ত্রীকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে পালাইয়া তার স্বামী সানোয়ার।গ্রামবাসীরা দেখতে পেয়ে তড়িঘড়ি আলেমা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে।এর পরেই পুলিশ মৃতের বাবা আমানুল ইসলাম এর কাছ থেকে সানোয়ারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে তড়িঘড়ি গ্রেফতার করে ভগবানগোলা থানার পুলিশ।