জেলা/ব্লক
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লালগোলায় রক্তদান শিবির।

লালগোলা, মুর্শিদাবাদ :- স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লালগোলায় অনুষ্ঠিত হলো যুবক যুবতীদের নিয়ে রক্তদান শিবিরের। সেইমতো বুধবার লালগোলা কৃষ্ণপুর হাসপাতাল লাগোয়া স্থানে এই শিবির সংঘটিত হয়। জানা যায়, নব আশ্রয় নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার মইনুদ্দিন শেখ এই রক্তদান শিবির আয়োজন করেন। এদিন প্রায় ৬০ জন রক্তদাতা শিবিরে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, মইনুদ্দিন বাবু এদিন দাবি করে জানান, বিভিন্ন সময়ে তিনি ভবঘুরে থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।সাধ্যমত তাদের খাবার ,বাসস্থান দিয়ে সহযোগিতা করেন। লালগোলার আপামর বাসিন্দাকে তার এই কাজে সহযোগিতা করার আহ্বান জানানও তিনি।