গবাদিপশু ভর্তি নিয়ন্ত্রনহীন মোটর ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু, গণপিটুনি চালককে।

গবাদিপশু ভর্তি নিয়ন্ত্রনহীন মোটর ভ্যান এর চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে রবিবার ডোমকলের যুগিন্দা কামারপাড়ায়। মৃতের নাম মিনুয়ারা বিবি (৪৭)।ওই ঘটনায় উত্তেজিত জনতা টোটো চালক সাহেবকে ধরে চরম গণপিটুনি দেয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহীনি নিয়ে ছুটে যায় ডোমকলের এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরি ও আইসি শৈলেন্দ্র নাথ বিশ্বাস। এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষেরা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান। এলাকাবাসীর অভিযোগ লছিমনে অবৈধভাবে গরু নিয়ে যাওয়ার কারনেই ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সেতাব শেখ জানান “ গ্রামের রাস্তা দিয়ে হামেশায় গরু যায়। যা পুলিশ দেখেও দেখে না। এদিনও লছিমনে গরু নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় গরুর গাড়ির সঙ্গে মহিলার কাপড় বেধে গেলে তিনি পড়েযান ও লছিমনের চাকায় তার শরীরের উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।