সরকারি স্কুলে ভর্তিতে নির্দিষ্ট এডমিশন ফি এর চেয়ে দ্বিগুণ টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক!

চাঞ্চল্যকর এই অভিযোগকে কেন্দ্র করে নবগ্রাম হাই স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তি নিয়ে প্রধান শিক্ষক আবুল বাসার এর বিরুদ্ধে তুলকালাম পরিস্থিতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এমনকি উত্তেজিত অভিভাবকেরা এই অনৈতিক কাজের প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘেরাও পর্যন্ত করে রাখে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী মাধ্যমিক স্তরের স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, সরকারি নিয়মে ভর্তি ফ্রি ২৪০টাকা নেওয়ার কথা থাকলেও কার্যত দ্বিগুণ হিসেবে ৫৬০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ ছাত্রদের। এই বিষয়ে -ছাত্ররা ক্ষোভ উগরে দিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তারা প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সেই মোতাবেক ভর্তির প্রক্রিয়া বন্ধ করা হয়। এ বিষয়ে ওই করিৎকর্মা অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করেন সংবাদমাধ্যমের সামনে।