দাদাকে কোপালো জাঠতুতো ভাই

তপশিলি জাতির শংসাপত্রের প্রতিলিপি চাওয়াকে কেন্দ্র করে ঝামেলার জেরে জাঠতুতো ভাইয়ের কাটারির আঘাতে গুরুতর আহত হল দাদা।দুপুরে ঘটনাটি ঘটেছে বাগনান থানার বাটুল কলতলায়। আহত যুবকের নাম শম্ভুনাথ দোলুই। শম্ভুনাথ বর্তমানে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত যুবকের পরিবারের পক্ষ থেকে মূল অভিযুক্ত প্রসাদ দোলুই সহ ৫ জনের নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে প্রসাদ দোলুই এর তফসিলি শংসাপত্র থাকলেও শম্ভুনাথের কোন শংসাপত্র ছিল না।স্থানীয় সূত্রে খবর নিজের শংসাপত্র পাওয়ার জন্য শম্ভুনাথ প্রশাসনের বিভিন্ন জায়গায় গেলে তাকে বলা হয় পরিবারের কারোর কাছে এই ধরনের শংসাপত্র থাকলে তার শংসাপত্র পেতে সুবিধা হবে। অভিযোগ এরপর শম্ভুনাথ একাধিকবার প্রসাদের কাছে শংসাপত্রের প্রতিলিপি চাইলেও সে সেটা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে দুটি পরিবারের মধ্যে ঝামেলা লেগেই ছিল। অভিযোগ শনিবার দুপুরে দুটি পরিবারের মধ্যে পুনরায় ঝামেলা শুরু হলে প্রসাদ আচমকা ঘর থেকে কাটারি নিয়ে এসে শম্ভুনাথ কে কোপাতে থাকে। কাটারির আঘাতে শম্ভুনাথের মাথায় ও হাতে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় শম্ভুনাথ মাটিতে পড়ে গেলে প্রসাদ পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শম্ভুনাথকে প্রথমে বাগনানের পটলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।