রাজ্য
রান্নার আগুনে ভস্মীভূত বাড়ি, আগুন নিয়ন্ত্রণে দমকলের ইঞ্জিন।

রান্নার আগুনে ভস্মীভূত বাড়ি, আগুন নিয়ন্ত্রণে দমকলের ইঞ্জিন।
নাকাশিপারার থানার পটুয়া ভাঙ্গা গ্রামে রান্না করতে গিয়ে আগুন লাগে একটি পরিবারের রান্নাঘরে। নিমেষের মধ্যে পাশে থাকা বিচুলি গাদায় ছড়িয়ে পড়ে আগুন , এবং সেই সংলগ্ন আরো পাশাপাশি দুটি বাড়ির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে সাধারন মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, আগুনের বীভৎসতায় হার মানে তারা। এলাকাবাসীদের জানানোর ফলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন উপস্থিত হয় দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় আগুন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গেছে আপাতত। তবে ওই দুটি বাড়ির সমস্ত ব্যবহার্য জিনিস ভস্মীভূত হয়ে গেছে। গবাদি পশু বা কোনো মানুষের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত।