তৃণমূল ছেড়ে জিতেন্দ্র বিজেপিতে যোগ দিতেই বেরিয়ে এল ক্ষোভ!

বিজেপিতে যোগ দিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি। তারপর থেকেই তৃণমূল নেতা কর্মীদের পুঞ্জিভুত ক্ষোভ বেরিয়ে এল। সেই ক্ষোভ থেকেই জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা পোড়ানো হল আসানসোলে। আসানসোল পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও টিএমসির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি টিএমসি ছেড়ে বিজেপি বিজেপিতে যোগদান করার পরই আসানসোলের বিভিন্ন স্থানে টিএমসি বিক্ষোভ প্রদর্শন করে। তার এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে টিএমসির কর্মীরা আসানসোল শহরে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা পোড়ান। একই সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে ।ইউনিয়ন নেতা রাজু আহলুওয়ালিয়া বলেন, “হিটলার রাজ আসানসোল টিএমসিতে শেষ হল। ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তির নিশ্বাস বিরাজ করছে । দিদির ইতিমধ্যে বোঝা উচিত ছিল যে জিতেন্দ্র তিওয়ারি দলের ক্ষতি করছেন। তার দলত্যাগ কর্মী ও সমর্থকরা অত্যন্ত খুশি। টিএমসি আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হওয়ার জন্য লড়াই করবে। ২০২১ সালে দিদির সরকার আবার গঠিত হবে। আমরা মলয় ঘটকের নেতৃত্বে জেলার ৯ টির মধ্যে ৯ টি আসন জিতবো।”
আসানসোল সিটি বাসস্ট্যান্ড এলাকায় জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে চলে যাওয়ায় ভিন্ন উচ্ছাস
পালন করে মোটর ওয়ার্কার্স কর্মীরা। তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে এই উচ্ছাস পালিত হয়। জিতেন্দ্র তেওয়ারির কুশপুতুলে জুতোর মালা পরিয়ে তা পোড়ান হয়।
রাজু আলুওয়ালিয়া আরও জানান, খুব ভালো হয়েছে। এরকম লোক আসানসোল থেকে চলে গেলে আরও ভালো হবে। মেয়র থাকাকালীন প্রচুর অত্যচার করেছেন উনি। কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। সেই সব কিছুর তদন্ত হোক।