মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটারদের মন জয়ে হাজির জুন মালিয়া।

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জমে উঠেছে তৃণমূলের রাজনৈতিকভাবে জমি দখলের লড়াই। সেইমতো দলের সিদ্ধান্ত অনুসারে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজ বিধানসভা এলাকায় মেদিনীপুর শহরে উপস্থিত হয়েছিলেন তিনি। তিনটি মন্দির ও মেদিনীপুর শহরের একটি মাঝারে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে ঢাক-ঢোল পিটিয়ে সাড়ম্বরে মনোনয়ন জমা করলে মেদিনীপুর সদর মহকুমা শাসকের অফিসে।
সকাল থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল জুন মালিয়ার মনোনয়ন পর্বকে বিশেষভাবে তুলে ধরার জন্য। সকাল নটার আগেই মেদিনীপুর শহরে উপস্থিত হয়ে জুন মালিয়া শালবনির কর্ণগড় মন্দিরে পুজো দেন, সেখান থেকে মেদিনীপুর শহরে ঢুকে সিদ্ধেশ্বরী কালী মন্দির আবার পুজো দেন। এরপর শহরের বটতলা চক এলাকাতে আরো একটি কালী মন্দিরে পূজো দিয়ে প্রার্থনা করেন তিনি। এরপর সেখান থেকে এক কিলোমিটার দূরে থাকা মির্জা বাজারের জোড়া মসজিদ মাঝারে ফুল দিয়ে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান। প্রার্থনা করেন বেশ কিছুক্ষণ।