মুর্শিদাবাদে কংগ্রেসকে ‘ফুটো নৌকার’ সঙ্গে তুলনা করে অধীর কে খোঁচা তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর।

নিজামুদ্দিন শেখ,মুর্শিদাবাদ:- ডানপন্থী রাজনীতির আঁতুড়ঘর বলে পরিচিত মুর্শিদাবাদে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শাসকদল তৃণমূল বনাম বিরোধী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের লড়াই। আর সেই লড়াই কে ঘিরে তৃণমূল থেকে কংগ্রেসে দলবদলে কংগ্রেসের উদ্দেশ্যে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা এবারের রেজিনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রবিউল আলম চৌধুরীর তীর্যক মন্তব্যে মঙ্গলবার নতুন মাত্রা যোগ হয়েছে।সেইমতো এদিন রেজিনগর বিধানসভা এলাকায় তৃণমূল ত্যাগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ‘হাত’ ধরে কংগ্রেসে যোগদান করেন স্থানীয় তৃণমূল ২ দক্ষ নেতা আবুল কালাম আজাদ , ওহায়েদুর রহমান টিংকু।তাদের সঙ্গে প্রায় ৪০০ জন কর্মী-সমর্থকও তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখান বলেই দাবি করেন ওই দুই দল ত্যাগী তৃণমূল নেতা। আর ভোটের আগে এই ধরনের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা কে তীব্র ভাষায় কটাক্ষ করেন রেজিনগর বিধানসভার তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী।তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলেন, বর্তমানে কংগ্রেস ফুটো নৌকা, কেউ কি যায় সেখানে। তাই যারা গিয়েছে তাদের একটিও ভোট করার ক্ষমতা নেই। কার্যত চ্যালেঞ্জ করছি ঐ সকল দলত্যাগী মীরজাফরদের ভোট করে দেখানোর জন্য”