জেলা/ব্লক
ভোটের মুখে কান্দি তে তাজা বোমা উদ্ধার

বঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই শুরু হয়েছে চাপা উত্তেজনা। সেইমতো বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত বোয়ালিয়া এলাকায় পাথর চাপরি মেলার তে নাগর দোলার পাশ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে কান্দি থানার পুলিশ প্রশাসন। বোমা উদ্ধার পর কান্দি তে বোমা উদ্ধার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সামনেই বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে দৈনিক বোমা উদ্ধার ঘটনা ঘটছে মুর্শিদাবাদ জেলাতে। কান্দিতে বোমা উদ্ধার পর বোম স্কোয়ার্ড খবর দেওয়া হলে বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল এসে বোমা নিষ্ক্রিয় করে বলে পুলিশ জানিয়েছে। কি কারনে এই বোমা মেলার মধ্যে মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।