জেলা/ব্লক
রঘুনাথগঞ্জে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার

বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হলো রঘুনাথগঞ্জ থানার মহালদাড়পাড়া ও কৃষ্ণসাইল বিলের ধারের একটি আমবাগানে। বোমা নজরে আসতে স্থানীয়রা খবর দেয় রঘুনাথগঞ্জ পুলিশে। সাথে সাথে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। সেই বোমা কে বা কারা রাখলো এই নিয়ে পুরো গ্রামে তোর জোর শুরু হয়। এই বিষয়টি খতিয়ে দেখছে জঙ্গিপুর টপ এর পুলিশ কর্তিপক্ষ । বোমা গুলি এই জায়গায় কি করে এলো, কারা এই বোমা গুলি রেখেছিল, কি বা উদ্দেশ্য ছিলো তাদের। ঘটনাস্থানে এসে উপস্থিত জঙ্গিপুর টপের এ এস আই ওয়াসিম রেজা। ও পুলিশ টিম। বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডের টিম কে খবর দেওয়া হয়। বোম স্কোয়াডের টিম এসেই বোম গুলিকে নিষ্ক্রিয় করবে বলে জানান।