সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে ‘বহিরাগত’দলীয় প্রার্থী বদলের দাবিতে খোদ কংগ্রেস কর্মীদের বিক্ষোভ মিছিল।

শেষ পর্যন্ত চেপে রাখা সম্ভব হলো না সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস কর্মীদের অন্দরের ক্ষোভ। রীতিমতো স্থানীয় দলের কর্মীরা হাতে পতাকা ফেস্টুন নিয়ে জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ‘বহিরাগত প্রার্থী মানছি না মানবো না’স্লোগান তুলে পথে নেমে জোরালো অবস্থান বিক্ষোভে শামিল হল। বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের দাবি,দ্রুত জেলা ও রাজ্য নেতৃত্ব সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে জঙ্গিপুর মহাকুমা কংগ্রেসের সভাপতি শেখ হাসানুর জামান ওরফে বাপ্পাকে দ্রুত সরিয়ে দিয়ে এলাকার ভূমিপুত্র কেই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করুক। কংগ্রেসের এই বিক্ষোভে নেতৃত্ব দেন এই বিক্ষিভ জেলা কংগ্রেসের সদস্য সামসুল হোদ,সাগরদীঘি ব্লক কংগ্রেসের যুব সভাপতি সাইদুর রহমান সহ সাগরদীঘি ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্বের একাংশ। প্রসঙ্গত,সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। সে ক্ষেত্রে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি শেখ হাসানুরজামান (বাপ্পা) ।সেই বহিরাগত কংগ্রেসের প্রার্থী বদলের দাবিতে সাগরদীঘিতে বিক্ষোভ মিছিল কংগ্রেসের।এখন দেখার শেষ পর্যন্ত এই দলীয় কর্মীদের বিক্ষোভ মিছিলের মুখে পড়ে জেলা নেতৃত্ব পার্থিব ও দলের সিদ্ধান্ত কত তাড়াতাড়ি ঘোষণা করে।