রাজনীতি
প্রাইম বাংলা ২৪ ‘এর মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে ভগবানগোলা বিধানসভার তৃণমূল প্রার্থী ইদ্রিস আলী

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই জমে উঠেছে মুর্শিদাবাদের রাজনীতি। হালচাল জানতে মাঠে ময়দানে বেরিয়ে ‘প্রাইম বাংলা ২৪’ এর প্রতিনিধিরা।রবিবার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইদ্রিস আলীর সঙ্গে আমাদের প্রতিনিধির একান্ত আমাদের আলাপচারিতায় উঠে এলো নানান তথ্য। এই প্রথম ইদ্রিস আলী ‘প্রাইম বাংলা ২৪’কে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি ভগবানগোলা কেন্দ্র থেকে বিজয়ী হলে আমার বর্তমান ভোটার আইডি কার্ডের ঠিকানা উলুবেরিয়া স্টেডিয়াম পাড়া থেকে পরিবর্তন করে এই ভগবানগোলায় স্থানান্তরিত করব। এখানেই দলীয় কার্যালয় তৈরি করে থাকার ব্যবস্থাও করব”। এরকম আরও নানান কথা উঠে এলো তার সঙ্গে আলাপচারিতার মধ্যে দিয়ে। দেখে নিন সেই এক্সক্লুসিভ