বিজেপি কংগ্রেস কে জোড়া তুলোধোনা করে রেজিনগরে প্রচারে মাতলো তৃণমূল প্রার্থী।

একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও অন্যদিকে বিজেপি নেতৃত্ব কে জোড়া তুলোধোনা করে রেজিনগর বিধানসভার তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে রেজিনগর তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন-রেজিনগর বিধানসভার তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী, ব্লক সভাপতি আতাউর রহমান, কার্যকরী সভাপতি সুজিত দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা সম্পাদক ইমামুদ্দিন সেখ সাইফুল ইসলাম আজাদ আলী, রেজিনগর কনভেনার সাদেক আলী সহ তৃনমূলের নেতাকর্মীরা।এদিনের পথসভায় কর্মীদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো।এদিন বক্তব্যের শুরুতেই ‘বিজেপি হটাও’ শ্লোগানের মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে অধীর চৌধুরীর মতো ভোট পাখি কে একটিও ভোট না দেওয়ার আবেদন জানান ব্লকের অন্যতম নেতা বদিউজ্জামান সেখ মহাশয়।
এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুরবান সেখ বলেন রেজিনগর বিধানসভার সবসময় যিনি মানুষের পাশে থাকেন তার নাম রবিউল আলম চৌধুরী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন তাই বাংলাকে বাঁচাতে মুর্শিদাবাদ জেলার উন্নয়ের স্বার্থে তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী কে জোড়া ফুল ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।
তৃনমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে আপনারা ভোট দিন।