রাজনীতি
নবগ্রামে সিপিএম-কংগ্রেস ও আইএফএস জোট প্রার্থী কে হারাতে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল প্রার্থী ।

গত ২০১৬ বিধানসভা ভোটে জয়ী সিপিএম বিধায়ক নবগ্রামের কানাই চন্দ্র মন্ডল বর্তমানে দল ত্যাগ করে তৃণমূলের হয়ে বিধায়ক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাই নিজের পূর্বতন দল সিপিএমকে হারাতে জোরকদমে এবার নবগ্রাম বিধানসভায় থাকে কোমর বেঁধে মাঠে নেমেছেন কানাই চন্দ্র মন্ডল। সেইমতো আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ও আইএফএস জোট প্রার্থীকে পরাস্ত করার জন্য মঙ্গলবার পাঁচগ্ৰাম অঞ্চলের বিভিন্ন গ্ৰাম থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালালেন। সেই ভিডিও দেখে নিন প্রাইম বাংলা ২৪ এর পর্দায়।