রাজনীতি
কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করা বিধায়ক প্রার্থী আখরুজজামানের পূর্বতন দলের বিরুদ্ধে জোর প্রচার।

কংগ্রেসের খাস তালুক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করা বিধায়ক তথা প্রার্থী আখরুজজামান বিধানসভা নির্বাচনে নিজের পূর্বতন দল কংগ্রেসকে হারাতে কোমর বেঁধে প্রচারে নামলেন। সেইমতো বৃহস্পতিবার ৫৯নম্বর রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত
সেখালিপুর এলাকায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান দিপু ভাস্কর, উপপ্রধান সামজাদ শেখ,ব্লকের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম সহ অন্যান্য দলীয় কর্মীদের নিয়ে প্রচার চালান ।