রাজ্য
রাজ্যের প্রথম দফার বিধানসভা ভোটের তুলকালাম কাঁথি এলাকা।

রাজ্যের প্রথম দফার বিধানসভা ভোটে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ কাঁথির বিধানসভার সাবাজপুটে একটি বুথে। বিজেপি এজেন্ট কে ভোটদান কেন্দ্রে বসতে না দাওয়ায় ঘটনাস্থলে যান বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। তার গাড়ি ভাঙচুর করা হয় ও ড্রাইভার কে মারধয় করা হয়। পুরো ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। পরবর্তীতে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ বাহিনী।