রাজনীতি
বিধানসভা নির্বাচনের মধ্যেই বঙ্গ রাজনীতিতে বিরোধী সংযুক্ত মোর্চার জোটে বড়োসড়ো ভাঙ্গন।

বিধানসভা নির্বাচনের মধ্যেই তৃণমূল বিরোধী বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার জোটের আই এস এফ শিবিরে ভাঙ্গন। আই এস ভাইস প্রেসিডেন্ট হাজী মহম্মদ আজ তৃণমূল ভবনে ববি হাকিমের হাতে তারা যোগদান করলেন। ববি হাকিমের দাবি, বাংলায় আই এস এফ বলে আর কিছুই থাকলো না। আই এস এফের কাজে আত্মসমর্পণ করেছে বামফ্রন্ট। বামদের রুখতে একমাত্র তৃণমূল পারবে। কওসর আলি কংগ্রেস থেকে তৃণমূলে এলেন। হাজী মহম্মদ এস এফ এফ ভাইস পেসিডেন্ট ছিলেন এবং সাউথ ২৪পরগনা অবজারভার ছিলেন। সহ আর অনেকেই তৃণমূল যোগদান করেছেন ।