রাজনীতি
‘ ইতিহাসের পুনরাবৃত্তি বাংলার মুখ্যমন্ত্রীর নৈতিক পরাজয়’: অধীর চৌধুরী

দ্বিতীয় দফা নির্বাচন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। অথচ গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের পুলিশ মন্ত্রীর তৃণমূল সুপ্রিমোর নির্দেশে বিরোধীদের নমিনেশন জমা দেওয়া বন্ধ থেকে শুরু করে ভোটের দিন ভোটগ্রহণ দিতে বাধা লুটতরাজ সব চালিয়েছিল দেদার। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় একই ঘটনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। আসলে মুখ্যমন্ত্রীর নৈতিক পরাজয় হয়েছে বিজেপির বিরুদ্ধে ভোট লড়ার ক্ষেত্রে। একমাত্র কংগ্রেস বা সংযুক্ত মোর্চায় পারে বিজেপি বিরুদ্ধে লড়াই করতে”।