জেলা/ব্লক

পুলিশের তৎপরতায় ভোটের বাজারে ইন্দো-বাংলা সীমান্তের লালগোলায় জোড়া ব্যবসায়ীর কাছ থেকে বিপুল টাকা বাজেয়াপ্ত।

ভোটের বাজারে ইন্দো-বাংলা সীমান্তবর্তী লালগোলায় দুটি ভিন্ন স্থানে থানার পুলিশ ও এসএসসি টিম এর যৌথ নাকা চেকিংয়ে জোড়া ব্যবসায়ীর কাছ থেকে দুই দফায় বিপুল টাকা বাজেয়াপ্ত করা হয়।প্রথম ঘটনাটি ঘটে লালগোলা থানার আমতলা এলাকায় ও দ্বিতীয় ঘটনাটি ঘটে পন্ডিত পুর মোড়ে। ওই নাকা চেকিং চলার সময় দুই জন ব্যবসায়ীর কাছ থেকে যথাক্রমে ১ লক্ষ ৩০ হাজার ও ৩ লক্ষ্য ৫২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় জড়িত ওই দুই ব্যবসায়ীর নাম সঞ্জীব দাস যার বাড়ি জিয়াগঞ্জ এলাকায় ও অপরজন লালগোলার সীমন্তপুর এলাকার দেবজিৎ ভট্টাচার্য। আরোও জানা যায়, উপযুক্ত কাগজপত্র ছাড়াই ওই দুই ব্যবসায়ী ঘটনার সময় বিপুল পরিমাণ টাকা নিয়ে অন্যত্র যাচ্ছিলেন। তারপরেই এসএসসি টিম ও লালগোলা পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে ওই টাকা বাজেয়াপ্ত করে। সে ক্ষেত্রে আগামীতে উপযুক্ত নথি দাখিল করে ওই বাজেয়াপ্ত করা টাকা ফেরত মিলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!