রাজ্য
নদী থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

ভাগীরথী নদীর পাশে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাগীরথী নদীর ধারে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে বেশ কয়েক ঘণ্টা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই মৃতদেহ ঘিরে যথেষ্ট আতঙ্কে রয়েছে স্থানীয়রা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।