রাজ্য
বিজেপি প্রার্থীর হয়ে মিছিলে বেড়ানোর অপরাধে পৌঢ় সমর্থক কে বেধড়ক মার!

নিছক বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল করে বেড়ানোর অপরাধে পৌঢ় সমর্থকসহ একাধিক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে আটকে রেখে বেধড়ক মার এর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে বর্ধমানের আউসগ্রাম বিধানসভায় এলাকায়। অভিযোগ, আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কলিতা মাঝির এই মিছিলে প্রচারে বের হন এলাকার বৃদ্ধ থেকে শুরু করে গ্রামের মানুষজন। আর এই অপরাধে তাদের বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। যদিও যাবতীয় ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।