লালগোলা বিধানসভা কেন্দ্রে ভোটযুদ্ধে তৃণমূল প্রার্থীর প্রধান প্রতিপক্ষ বাম কংগ্রেসের জোট প্রার্থী নয়, বিজেপি!

মুর্শিদাবাদের রাজনীতিতে ক্রমশ বাম ও কংগ্রেস গুরুত্বহীন হতে শুরু করেছে সম্প্রতি কয়েক বছর থেকে। সেই স্থান দখল করে নিয়েছে কার্যত শাসকদল তৃণমূল। আর বিরোধী হিসেবে রয়েছে বিজেপি। সেই কথাই আরোও একবার কার্যত বুঝিয়ে দিলেন সীমান্তবর্তী লালগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহাম্মদ আলী। তার কাছে প্রধান প্রতিপক্ষ বাম কংগ্রেসের জোটের প্রার্থী আবুহেনা নয়, বিজেপির কল্পনা ঘোষ। বৃহস্পতিবার এই লালগোলা বিধানসভার রামচন্দ্রপুর অঞ্চলে প্রচার-অভিযানের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বের হন আলী সাহেব।
প্রচার চলাকালীন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিষ্কার জানান,” এটা বাংলার মানুষের বাঁচার মরার লড়াই। সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে এই বার্তাই দিচ্ছি, আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন তাঁকেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে জেতান। তাঁর হাত শক্ত করুন। সেক্ষেত্রে বিজেপিকে রুখতে লালগোলা থেকে তৃণমূল প্রার্থী হিসেবে আমাকে ভোট দিন”। পাশাপাশি সম্প্রতি তৃণমূলের প্রতিটি জনসভায় লালগোলার শুরুর সময় এর তৃণমূল নেতা শুভাশিস রায় কে প্রচার অভিযানের দেখতে না পাওয়ার ক্ষেত্রে রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়। সেই প্রশ্নের সাফাই দিতে গিয়ে আলী সাহেব বলেন,’শুভাশিস বাবু শারীরিক কারণে অসুস্থ হয়েছেন। ফলতো তাকে আমাদের সঙ্গে প্রচার অভিযানে দেখা যাচ্ছে না”। সব মিলিয়ে লালগোলা বিধানসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।