রাজনীতি
টলিপাড়ার সিরিয়ালের তারকা এনে প্রচারে বাজিমাতের চেষ্টা বামদল ত্যাগকারী তৃণমূল প্রার্থীর।

হালফ্যাশনের ধারা বজায় রেখে বামেদের ভিয়েতনাম বলে পরিচিত নবগ্রামে সিপিএম দলত্যাগ বিধায়কের তৃণমূলের টিকিটে এবারের প্রার্থী হয়ে টলিপাড়ার তারকাদের দিয়ে প্রচার করিয়া জয়লাভের মরিয়া প্রচেষ্টা। সেইমতো শনিবার দিনভর মুক্ত মঞ্চ গড়ে বর্তমানে তৃণমূলের ভোটের লড়াই করি প্রার্থী কানাই চন্দ্র মন্ডল এর সমর্থনে ছোট পর্দার ‘মা’ সিরিয়ালের অভিনেত্রী ঝিলিক প্রচার অভিযান চালালেন। এদিন পাঁচগ্রাম হাই স্কুল মাঠে ওই প্রচার অনুষ্ঠান দেখতে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা জড়ো হয়।পাশাপাশি উপস্থিত থাকেন ব্লক তৃণমূল সভাপতি এনায়েতেউল্লাহ, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান সহ প্রমুখরা।শেষ পর্যন্ত সিরিয়ালের তারকাদের এনে প্রচারে কতখানি ভোটের বাক্সে বাজিমাত করা যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।