রাজনীতি
কামারহাটি বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থীর প্রচারে সিপিএমের ভরসা প্রবীনদের পরিবর্তে নবীনে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমশ ক্ষয়িষ্ণু বামেরা প্রচার অভিযানে নিজেদের পুরাতন পন্থী নেতাদের পরিবর্তে যুবনেতাদের বিয়ে বাজিমাত করতে মাঠে নেমেছে। সেইমতো রবিবার সন্ধ্যায় নন্দীগ্রামে জোট সিপিআইএম প্রার্থী তথা ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভানেত্রী কে দিয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রের জোট সিপিআইএম প্রার্থী সায়ন দ্বীপ মিত্রের প্রচারে কাজে লাগানো হলো। প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন দেখে নিন সেই ভিডিও।