রাজনীতি
রানীনগর বিধানসভা কেন্দ্রে প্রচার অভিযানে ফিরোজা বেগম।

সংযুক্ত মোর্চা সমর্থিত রানীনগর বিধানসভায় অধীন ইসলামপুরের ফিরোজা বেগমের সমর্থনে সোমবার বের হলো নির্বাচনী মিছিল। এই মিছিলে সিপিএম কংগ্রেস উভয় দলই একসঙ্গে হাতে দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে। তাদের একটাই লক্ষ্য গতবারের মতো এই আসনটিও যেন এবার তারা নিজেদের দখলে ধরে রাখতে পারে। আর সেক্ষেত্রে প্রতিপক্ষ তৃণমূলকে হাঁটাতে তারা আদাজল খেয়ে প্রচারে নেমেছে।