রাজনীতি

মুখ্যমন্ত্রী কে টার্গেট করে মুর্শিদাবাদই ‘পাখির চোখ’ ,জল্পনা উস্কে দিলেন মিম প্রধান ওয়াইসি!

টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মুর্শিদাবাদে সপ্তম দফার ভোটের আগেই সটান হায়দ্রাবাদ থেকে উড়ে এসে মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি মুর্শিদাবাদের মাটির গৌরীপুর এইচ এইচ এস মাঠে মঙ্গলবার সভা করেন ৬০ নম্বর সাগরদিঘী বিধানসভা ঘোষিত মিমের প্রার্থী নুর মাহবুব আলমের হয়ে। সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ের নানান জল্পনা উস্কে দিলেন এই হায়দ্রাবাদি রাজনীতিবিদ আসাউদ্দিন ওআইসি। একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা করতে এতটুকুও ছাড় দিলেন না এদিন ওআইসি। শুরু থেকেই রনং দেহি ভূমিকায় তৃণমূলের আমলের বিগত খতিয়ান তুলে ধরে সংখ্যালঘু মুসলিম দের কেন শিক্ষা ও কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে থাকতে হয় সেই নিয়ে়ে কাঠগড়ায় দাঁড় করান মমতাকে। এর পরেই তীব্র রাজনৈতিক জল্পনা উস্কে দিয়ে আসা উদ্দিন সাহেব সাংবাদিকদের বলেন,” এবার থেকে মুর্শিদাবাদ জেলা কে আমরা নজরেে রাখতে শুরু করলাম আগামী দিনে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় পুরোপুরি ভাবে লড়বো”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন,” এর আগে গত সপ্তাহে মুর্শিদাবাদের জলঙ্গি ও ভরতপুর এলাকায় মিমের প্রার্থীর সমর্থনে আমার রাজনৈতিক সভার অনুমোদন দেওয়া হয়নি। আসলে তৃণমূল সরকার মিম কে ভয় পেয়ে গিয়েছে সেই জন্য মুর্শিদাবাদের তার গতিপথ অবরুদ্ধ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করে। তবে এতে কোনো লাভ হবে না। আরো বেশি করে শক্তিশালী হয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় দাঁতে দাঁত দিয়ে লড়াই করে যাব”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!