মুর্শিদাবাদে ভয়ানক ‘বিপর্যয়’, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরিস্ট বাম প্রার্থীর, আতঙ্ক স্তব্ধ গোটা জেলা।

ফের ঘটনাস্থল মুর্শিদাবাদ।২৪ঘণ্টা কাটতে না কাটতেই বড়সড় বিপর্যয় নেমে এলো।মাত্র একদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সমসেরগঞ্জের কংগ্রেস পর্থী রেজাউল হকের।সেই রেশ কাটতে না কাটতেই এবার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আর এস পি প্রার্থী প্রদীপ নন্দীর মর্মান্তিক মৃত্যু হলো শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আগামী ২৬ এপ্রিল এই কেন্দ্রে ভোট। এই আসনেই তৃণমূলের আইডি বিস্ফোরণের আক্রান্ত জাকির হোসেনের বিরুদ্ধে প্রার্থী ছিলেন তিনি। ফলে এই কেন্দ্রেও স্থগিত হয়ে গেল নির্বাচন। প্রদীপ বাবুর পরিবার সূত্রে জানা যায়,দিন কয়েক আগে এলাকার এই বরিষ্ঠ আরএসপি নেতা শারীরিকভাবে অসুস্থ হয়ে ওর সিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। সেখানেই পড়না পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট ধরা পড়ে। সেখানে চিকিৎসা চলার পর চরম শ্বাসকষ্টের ভুগতে থাকেন তিনি।অবশেষে এদিন সন্ধ্যায় তার মৃত্যুর খবর জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে এসে পৌঁছাতে এলাকার রাজনৈতিক মহল থেকে শুরু করে দলীয় কার্যালয় সর্বত্র নিস্তব্ধতা নেমে আসে। সকলের মনেই এখন উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন এরপরে আরভোট প্রার্থী বলি হবেন না তো করোনার। এই বেপারে এদিন আরএসপি জেলা সম্পাদক বিশ্বনাথ ব্যানার্জি বলেন,”আমরা এই মৃত্যুতে চরম শোকাহত। উনি দীর্ঘদিনের আরএসপির দক্ষ নেতা ছিলেন।উনি সত্তরের দশক থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন”।