রাজনীতি

ভোটের আগেই উত্তপ্ত বহরমপুর, তৃণমূল কর্মী দুষ্কৃতীর গুলিতে আক্রান্ত।

মুর্শিদাবাদে সপ্তম-অষ্টম দফা ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠে জেলার সদর শহর বহরমপুর। সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পরে দুষ্কৃতীরা জানালা দিয়ে ঐ তৃণমূল কর্মী গৌরাঙ্গ দাস কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি।আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাকে নিয়ে আনা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা শুরু হয়েছে তার। আর এইগুলো চালানোর ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। সূত্রের খবর,ওই তৃণমূল কর্মী শুক্রবার সাগরদীঘিতে তৃণমূলের সভায় যোগ দিতে যান। পরে সভাশেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন বহরমপুরে। বাড়ি ফিরে রাত্রে তিনি বিছানায় যখন বিশ্রাম করছিলেন, তখনই জানলার বাইরে থেকে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে দুই রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। আহত ওই তৃণমূল কর্মীর দাবি, প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি তাঁর বাঁ পায়ে লাগে। কে বা কারা গুলি চালিয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরই কংগ্রেস তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ। যদিও শাসকদল তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!