রাজ্য
সারদাকাণ্ডে তৃণমূল নেতা মদন মৃত্যুর আপ্ত সহায়ক কে ইডির তলব

মদন মিত্রের আপ্ত সহায়ক বাপি করিমকে ইডির তরফ থেকে সারদা মামলায় ডেকে পাঠান হয়েছিল। সেইমতো তিনি নাগাদ ইডি দপ্তরে আসেন।সারদা মামলায় তার কি ভূমিকা ছিল সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা। দেখে নিন সেই ভিডিও