রাজনীতি
চাঞ্চল্যকর অভিযোগ! নবগ্রামে একাধিক বুথে মোর্চা প্রার্থীর এজেন্ট কে বসতেই দিল না তৃণমূল

নজরকাড়া নবগ্রাম বিধানসভা কেন্দ্রের মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কৃপালিনী ঘোষের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি,থেকে শুরু করে নথিপত্র নষ্ট করে দেওয়া এমনকি বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল সোমবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। শিবপুর অঞ্চলের মেহেদিপুর প্রাথমিক কেন্দ্রের বুথ সহ বিভিন্ন বুথের রোমহর্ষক অভিজ্ঞতা সরাসরি ক্যামেরার সামনে তুলে ধরলেন সমর্থিত প্রার্থী কৃপালিনী ঘোষ নিজের মুখেই। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাজের রীতিমতো ভূয়সী প্রশংসা করলেন তিনি। সরাসরি শুনেনি সেই অভিজ্ঞতার কথা।