রাজ্য
চরম মর্মান্তিক! ঢালাই এর রড কাটতে গিয়ে গলা কাটা পড়ল শ্রমিকের।

চরম মর্মান্তিক ঘটনা ঘটলো চোখের সামনে।ঢালাইয়ের কাঠের সেন্টারিং এর রড কাটতে গিয়ে ইলেকট্রিক করাতে গলার নলি কেটে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম জয়ন্ত অধিকারী। বাড়ি হরিণঘাটা বিরহীর ভোগের পাড়া এলাকায়। জানা যায়, কল্যাণী এইমস সংলগ্ন ৭ নম্বর গেটের কাছে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নির্মাণের কাজ করছিলেন জয়ন্ত সহ একাধিক ঠিক আছে। কাজ করার সময় লোহার রড কাটতে কাটতে হঠাৎ ইলেকট্রিক করাতের ব্লেড তার গলায় লেগে যায়। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।