ভোট গণনার আগে স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তা।

মাত্র কয়েক ঘণ্টা বাদেই রাত পোহালেই ২১ এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আগামী দিন এ নির্বাচনে জিতে কে সরকার গড়বে আর কে বিরোধী হবে তার চূড়ান্ত ফল প্রকাশ পাবে আগামী দিন। তার আগে গণনার তৎপরতায় নির্বাচন কমিশন। জেলার প্রতিটি কেন্দ্রের গণনা হবে কোভিড বিদি কে গুরুত্ব দিয়েই। সেই ভাবে সাজানো হচ্ছে পরিকাঠামো। পাশাপাশি নজর রাখা হচ্ছে গণনা কে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা, ঘটলে কিভাবে সামাল দেয়া হবে। বিশেষ করে গণনা চলাকালীন প্রতি রাউন্ডের যখন ফল প্রকাশ পাবে তখন উন্মাদনা ও অসন্তুষ্ট কারণে কোন ভিড় উত্তেজনা বা গন্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য গণনা কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে বেশ কটি ভাগে বাসের বেরিকেট করা হয়। যাতে কোন দলের সমর্থক রা ভিড় না জমাতে পারে। তৈরি করা হয় অস্থায়ী বাসের চেকপোস্ট। সব মিলিয়ে ব্যস্ততার ও প্রস্তুতির শেষ মুহূর্ত চলছে।