জেলা/ব্লক
বিধি মেনে ঈদের নামাজ আদায়ে লালগোলা থানায় গুরুত্বপূর্ণ বৈঠক।

মহামারী করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রমজান মাস শেষে ঈদের নামায আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো বৃহস্পতিবার লালগোলা থানা চত্বরে। এদিনের এই বৈঠকে লালগোলা ব্লকের বিভিন্ন অঞ্চলের মসজিদের ইমাম সাহেবরা উপস্থিত হন। মূলত সেক্ষেত্রে ঈদগাহে একসঙ্গে গাদাগাদি করে নামাজ আদায়ের পরিবর্তে সকলকে নিজের নিজের বাড়ির মধ্যে, তুলনামূলক বড় কোন ফাকা জায়গায়, মাঠ বাগান ইত্যাদি স্থানে সামাজিক দূরত্ব বিধি মেনে নামাজ পালনের কথা বলা হয় এ দিনের বৈঠকে। পাশাপাশি সর্বোচ্চ ৫০ জনের বেশি কোনমতেই একসঙ্গে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয় বলেই জানান বৈঠকে যোগদান কারী ইমামেরা।