জেলা/ব্লক
পাচারের আগেই লালগোলায় উদ্ধার রেমডিসিভির! সঙ্গে ফেন্সিডিলও।

বাংলাদেশ লাগোয়া সীমান্ত লালগোলা এলাকায় বড় সরো সাফল্য পেলো সীমান্তরক্ষী বাহিনী। চুপিসারে কাঁটাতার টপকে মাদকসহ রেমডেসিভির ওষুধ বাংলাদেশ থেকে পাচারের আগেই উদ্ধার হল। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ফেনসিডিলসহ করোণার চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভির উদ্ধার করে লালগোলা ডিএমসি ক্যাম্পের ৩৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা।পুরো এই অভিযানের নেতৃত্ব দেন বিএসএফের কোম্পানি কমান্ডার যোগেশ প্রতাপ সিং। জানা যায়, বিএসএফের এই অভিযানের ফলে পাচার হওয়ার আগেই ১৯৫ শিশি ফেনসিডিল এবং ৫৯ প্যাকেট রেমডিসিভির ইঞ্জেকশন উদ্ধার হয়।সব মিলিয়ে যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের খোঁজে সীমান্ত এলাকায় তল্লাশি শুরু হয়েছে।