রাজ্য
ট্যারেন্টুলার আতঙ্ক! সাবধান।

বর্ষার আবহাওয়া শুরু হতেই রাজ্যের বুকে ফের ট্যারেন্টুলা আতঙ্ক! ট্যারেন্টুলা দেখা মিলতে রাতের ঘুম উড়েছে শ্যামপুরের নাকোল গ্রাম পঞ্চায়েতের কাটাগাছি গ্রামের বাসিন্দাদের। ট্যারেন্টুলার আতঙ্কে রাতে ঘুম দূরে থাক দিনের বেলায় ও রাস্তায় বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এমনকি রবিবার গ্রামের একটি বাড়িতে আরো একটি ট্যারেন্টুলা দেখতে পাওয়ার পর থেকেই আতঙ্ক আরো বেড়েছে গ্রামবাসীদের মধ্যে।