রাজ্য
‘ইয়াশ’ পরবর্তী তাণ্ডবের কোলাজ ‘প্রাইম বাংলা ২৪’ এর পর্দায়।

ক্ষত এখনো দগদগে। দিন কয়েক আগেই ঘূর্ণিঝড় ‘ইয়াশ ‘ তান্ডব চালিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলার উপর দিয়ে। যার মধ্যে পর্যটন নগরী দীঘা কার্যত তছনছ হয়ে গিয়েছে। বাজার দোকান থেকে শুরু করে রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট জলে থৈ থৈ করছে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে মানুষজন। সেই বিভিন্ন মুহূর্তের ছবি কোলাজ আকারে তুলে ধরা হলো। আরোও একবার সেজে উঠুক সমুদ্র নগরী দীঘা। সেই কামনাই রইল ‘প্রাইম বাংলা ২৪’এর পক্ষ থেকে।