লালগোলায় ভোট-পরবর্তী জনসংযোগ বজায়ে প্রাকৃতিক দুর্যোগ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন তৃণমূল বিধায়ক, ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের।

অভূতপূর্ব ভাবে এই প্রথম লালগোলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে হারিয়ে ভোটে বিধায়ক হিসেবে জয় লাভ করেন তৃণমূলের মোহাম্মদ আলী। সদ্য জয়ী এই আলী সাহেব সম্প্রতি ইয়াশ ঘূর্ণিঝড়ের পরে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন। সেইমতো নব্য বিধায়ক হিসেবে লালগোলা থানার অন্তর্গত দেওয়ান সরাই ও পাইকপাড়া অঞ্চল ঘুরে দেখলেন তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মূলত লালগোলা বিধানসভা কেন্দ্রের এই দুটি অঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে রাস্তাঘাট থেকে শুরু করে কৃষিজীবী মানুষের ফসল ব্যাপকভাবে নষ্ট হয়ে যায়। আর সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে নতুন বিধায়ক হিসেবে মোহাম্মদ আলী সাহেব ভোটারদের সঙ্গে জনসংযোগ মজবুত করতে এলাকা ঘুরে দেখেন। স্থানীয় মানুষের দাবী, শুধু ঘুরে দেখায় নয় যেন তাদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করেন নতুন বিধায়ক।